নীলফামারীতে বাস থামিয়ে অর্ধকোটি টাকার হেরোইন উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৯

ছবি : বাংলাদেশের খবর
নীলফামারীতে চলন্ত বাস থামিয়ে তল্লাশি চালিয়ে ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টার দিকে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজার নির্দেশনায় এডি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করেন তারা।
এরপর ডোমার-সৈয়দপুরগামী সারোয়ার এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ওই হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৪৩ লাখ ৪০ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকের নমুনা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসকে দোয়েল/এমবি