Logo

সারাদেশ

খাগড়াছড়িতে শাহাদাত ফরাজী সাকিবের মুক্তির দাবিতে বিক্ষোভ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৮

খাগড়াছড়িতে শাহাদাত ফরাজী সাকিবের মুক্তির দাবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে শাহাদাত ফরাজী সাকিবের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে’ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ‘পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্রজনতার’ ব্যানারে চেঙ্গী স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র শাহাদাত ফরাজী সাকিব নবম-দশম শ্রেণির বইয়ে আদিবাসীদের গ্রাফিতি অঙ্কন বাতিলের বিষয়ে অবস্থান নেন। এ কারণে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গত ১৫ ফেব্রুয়ারি ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে তার মুক্তি দাবি করে খাগড়াছড়ি জেলা পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্রজনতা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম। এছাড়াও বক্তব্য রাখেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি আব্দুল মজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার সভাপতি দোলোয়ার হোসেন, যুব আন্দোলনের সংগঠক আব্দুল ওয়াহেদ, দিঘিনালা উপজেলার নাগরিক পরিষদের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

ছোটন বিশ্বাস/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর