
দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পাবনায় গত ২৪ ঘণ্টায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রাজিনূর রহমানের পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পাবনা সদর উপজেলার রাধানগর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. অপূর্ব অপু (২২), আটুয়া খাঁ পাড়া বীর মুক্তিযোদ্ধা বৈয়াম খানের ছেলে মো. মজিবুর রহমান খান (২৯), চাটমোহর উপজেলার ছোটশালিখা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে হেলালউদ্দিন (৫১), চরসেনগ্রাম এলাকার মৃত আ. রশিদের ছেলে শাহাদত হোসেন (৪৩), সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর এলাকার মৃত নায়েব ব্যাপারীর ছেলে হামিদ ব্যাপারী (৫৫) ও সুজানগর উপজেলার রাইশিমুল পশ্চিমপাড়া মহল্লার হোসেন আলী প্রামাণিকের ছেলে আজহার আলী প্রামাণিক।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সেলিম মোর্শেদ রানা/এমবি