Logo

সারাদেশ

কুষ্টিয়ায় ৭৪ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৫

কুষ্টিয়ায় ৭৪ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত অবৈধ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৭৪ কোটি ৩১ লাখ টাকা। 

২০২৪ সালের ১ ফেব্রুয়ারি হতে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ে এসব দ্রব্য জব্দ করে বিজিবি। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটেলিয়ানের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। 

ধ্বংসকৃত মাদকের মধ্যে ফেনসিডিল, মদ, বিয়ার, হেরোইন, গাঁজা, কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদিন, কুষ্টিয়া ৪৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

  • আকরামুজজামান আরিফ/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর