Logo

সারাদেশ

তারুণ্যের আলোর ফ্রি মেডিকেল ক্যাম্প

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৪

তারুণ্যের আলোর ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি : বাংলাদেশের খবর

সিলেটের কানাইঘাটে ‘তারুণ্যের আলো, লখাইরগ্রামে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে উপজেলার হজরত আয়শা সিদ্দিকা (রা.) মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পিং শুরু হয়।

স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত এই ক্যাম্পে দিনব্যাপী প্রায় পাঁচশ উপকারভোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়। 

ক্যাম্পে উপস্থিত রোগীরা চক্ষু, ডায়াবেটিস, রক্তচাপ, কাশিসহ বিভিন্ন অসুখের চিকিৎসা লাভ করেন। ক্যাম্পটি বিকাল ৪টার দিকে শেষ হয়। 

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা এক উপকারভোগী বলেন, ‘‘এ ধরনের ক্যাম্প আমাদের জন্য খুবই উপকারী। আমি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত, কিন্তু চিকিৎসার জন্য যথেষ্ট টাকা খরচ করতে পারছিলাম না। আজ এখানে এসে খুব সহজেই চিকিৎসা পেলাম, এজন্য ‘তারুণ্যের আলো’ সংগঠনকে ধন্যবাদ।’’

অন্য এক উপকারভোগী বলেন, ‘আমার চক্ষু সমস্যা ছিল। ক্যাম্পে এসে সমস্যা নির্ণয় হয়েছে এবং চিকিৎসা পেয়েছি। এই ধরনের উদ্যোগ এলাকার মানুষের জন্য সত্যিই খুব সহায়ক।’

সংগঠনের সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সোহাগের পরিচালনায় ক্যাম্পিংকালে উপস্থিত ছিলেন, উপদেষ্টা আবুল খায়ের, আনোয়ারুল হক, আবুল হাসনাত ও মাহবুব হোসেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি আশিক উদ্দিন, সহসভাপতি আশিক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদুল আমিন, অর্থ সম্পাদক ছয়ফুল্লাহ, সিনিয়র সদস্য জালাল উদ্দীন প্রমুখ।

এসময় উপদেষ্টা আবুল খয়ের বলেন, ‘আমরা এলাকার মানুষদের স্বাস্থ্যসেবায় সহায়তা করার লক্ষ্যে এই ক্যাম্পটি আয়োজন করেছি। আমাদের লক্ষ্য ছিল কম আয়ের মানুষদের সহজলভ্য ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা। আমরা খুবই খুশি যে, এই ক্যাম্পে অংশগ্রহণকারী অনেক মানুষ উপকৃত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, ভবিষ্যতেও আমাদের এই ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং আরও বেশি মানুষ এর সুফল পাবে। আমাদের সংগঠন সবসময় সমাজের জন্য কাজ করতে আগ্রহী। বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক উন্নয়ন নিয়ে আমরা ভবিষ্যতে আরও কার্যক্রম গ্রহণ করব ইন শা আল্লাহ।’

আব্দুল কাদির ফারূক/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর