Logo

সারাদেশ

হাজীগঞ্জে ৬ ট্রাভেলস এজেন্সি মালিকের জরিমানা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৩

হাজীগঞ্জে ৬ ট্রাভেলস এজেন্সি মালিকের জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধভাবে ট্রাভেল এজেন্সি পরিচালনা করায় ৬ প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেঙ্গল ট্রাভেলস মালিককে ৩ হাজার, মনোয়ার ট্রাভেলস মালিককে ৩ হাজার, মজমুদার ট্রাভেলস মালিককে ৩ হাজার, ভাইব্রেন্ট ট্রাভেলস্ মালিককে ৩ হাজার, ভুইয়া ট্রাভেলস্ মালিককে ৩ হাজার ও বিমান ট্রাভেলস্ মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, ‘ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইনে উল্লিখিত ট্রাভেলস্ এজেন্সিগুলো থেকে এ জরিমানা আদায় করা হয়। একই সাথে এসব প্রতিষ্ঠান মালিকদের সরকারি নিবন্ধন নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেয়া হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আলআমিন ভূঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর