Logo

সারাদেশ

কেরানীগঞ্জে সাংবাদিকদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০

কেরানীগঞ্জে সাংবাদিকদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

ঢাকার কেরানীগঞ্জে সাংবাদিকদের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কদমতলিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কেরানীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এবং সচেতন নাগরিকরা অংশ নেন।  

এসময় দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক ইকবাল হোসেন রতন বলেন, ‘সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মামলা, হামলা ও কালো আইন প্রয়োগের ধারাবাহিকতা এখনো চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমলেও সাংবাদিকরা নিপীড়নের শিকার হচ্ছেন। কেরানীগঞ্জে অতীতের এক আওয়ামী লীগ নেতা দল বদলে আগের অবস্থানে ফিরে আসতে চাইছেন এবং সাংবাদিকদের ভয়ভীতি দেখাচ্ছেন। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।’  

কেরানীগঞ্জের আলো পত্রিকার সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে বলা হলেও সাংবাদিকতার স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি। আগের মতোই সাংবাদিকরা হামলা ও হুমকির শিকার হচ্ছেন। দল পরিবর্তন হয়েছে, কিন্তু সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ হয়নি। আমরা মুক্ত সাংবাদিকতা চাই, স্বাধীনভাবে কাজ করতে চাই।’  

তিনি আরও বলেন, ‘দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায়কে বলতে চাই, আপনার কিছু কর্মী সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে। আপনি ব্যবস্থা নিন, নইলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।’

এর আগে, কেরানীগঞ্জের আলো পত্রিকার সম্পাদককে হুমকির ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাবেক তাতী লীগ নেতা মোল্লা ফারুকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ এবং সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত চলছে এবং মোল্লা ফারুকের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে।’

আরশাদ হোসাইন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর