Logo

সারাদেশ

পাহাড় কেটে সাবাড়

Icon

এম হেলাল উদ্দিন নিরব

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭

পাহাড় কেটে সাবাড়

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাহাড়ি অঞ্চলগুলোতে অব্যাহতভাবে চলছে অবৈধ পাহাড় কাটার মহাযজ্ঞ। মাটিদস্যুরা রাতের আঁধারে পাহাড় কেটে সমতল ভূমিতে পরিণত করছে, যা পরিবেশের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে। 

গত ১৫ বছর ধরে শুরু হওয়া এই কার্যক্রম সম্প্রতি দ্বিগুণ হারে বেড়েছ। উপজেলার ছৈয়দাবাদ, দোহাজারী, কাঞ্চননগর, রায়জোয়ারা, ধোপাছড়ি, লর্ড এলাহাবাদসহ বেশকিছু এলাকার পাহাড়গুলো মাটিদস্যুদের কোদাল আর স্কেভেটরের ছোবলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের  অনুযায়ী, কোনো টিলা বা পাহাড় কাটা নিষিদ্ধ। ২০১০ সালে এই আইনে সংশোধনী এনে পাহাড় কাটা আরও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু বাস্তবে এই আইনের কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না চন্দনাইশে।

স্থানীয়রা জানান, এভাবে পাহাড় কেটে চললে অল্প সময়ের মধ্যে পুরো পরিবেশ ধ্বংস হয়ে যাবে। অবশ্য, এই পরিস্থিতি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে প্রশাসন অভিযানের কথা বললেও অন্যদিকে রাতের বেলা পাহাড় কাটা অব্যাহত রয়েছে। 

১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের  অনুযায়ী, কোনো টিলা বা পাহাড় কাটা নিষিদ্ধ। ২০১০ সালে এই আইনে সংশোধনী এনে পাহাড় কাটা আরও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু বাস্তবে এই আইনের কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না চন্দনাইশে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ‘প্রতিদিন রাতে পাহাড় কাটার মেশিনের আওয়াজ শোনা যায়। কিন্তু প্রতিবাদ করার জন্য কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। স্থানীয় প্রশাসন এবং পুলিশকে ম্যানেজ করেই এই কাজ চলছে।’

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা বলেন, ‘খবর পেলেই অভিযান পরিচালনা করে জরিমানা করা হবে। ইতোমধ্যে আমরা বেশকিছু অভিযান চালিয়ে এক্সকাভেটর জব্দ, জেল-জরিমানা করতে সক্ষম হয়েছি। কোন কোন জায়গায় পাহাড় ও কৃষি জমি কাটা হচ্ছে সঠিক তথ্য দেন, আমরা অভিযান পরিচালনা করব।

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর