Logo

সারাদেশ

কুয়াকাটায় আইন-শৃঙ্খলার অবনতি, পর্যটকদের ক্ষোভ

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪০

কুয়াকাটায় আইন-শৃঙ্খলার অবনতি, পর্যটকদের ক্ষোভ

পটুয়াখালীর কুয়াকাটায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যটকদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের মধ্যে নিরাপত্তাহীনতা এবং ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটার সূর্যোদয় পয়েন্টে ঝিনাইদহের এক প্রবাসীর স্ত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত রয়েছেন পর্যটকরা। এ ঘটনায় মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ভুক্তভোগী লীমা ক্ষোভ প্রকাশ করে জানান, ‘সকালে কুয়াকাটার গঙ্গামতি নামক স্থানে সূর্যোদয় দেখতে যান তিনি। এসময় মুখে কালো কাপড় বাঁধা এক লোক তার হাত থেকে মোবাইল ফোন নিয়ে দৌড়ে বনের ভেতর চলে যায়। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দিলেও তারা কোন পদক্ষেপ নেয়নি।’

খুলনা থেকে আসা নবদম্পতি শাকিল ও মেহেরুন বলেন, ‘আমরা খুব সকালে মোটরসাইকেলে সূর্যোদয় দেখতে গঙ্গামতি গিয়েছিলাম। কিন্তু সেখানে ট্যুরিস্ট পুলিশের কোনো উপস্থিতি আমরা দেখতে পাইনি।’

আরেক পর্যটক কামাল হোসেন বলেন, ‘সূর্যোদয় পয়েন্ট কুয়াকাটা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। এই বিচ্ছিন্ন এলাকায় ট্যুরিস্ট পুলিশের কোনো তৎপরতা ছিল না, ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগেছি।’

এছাড়া, সম্প্রতি কুয়াকাটায় স্পিডবোর্ড চালক দ্বারা এক পর্যটক লাঞ্চিত এবং মোটরসাইকেল চালক দ্বারা আরেক পর্যটকের হাত ভেঙে দেওয়ার মতো ঘটনাও ঘটে। এসব ঘটনার পরও ট্যুরিস্ট পুলিশের টনক না নড়ায় পর্যটকরা হতাশ।

এ বিষয়ে ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু বলেন, ‘ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম এখন সীমিত হয়ে পড়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কার্যক্রম বাড়ানো উচিত।’ তিনি আরও বলেন, ‘যদি পরিস্থিতি একইভাবে চলতে থাকে, তাহলে কুয়াকাটা থেকে পর্যটকরা মুখ ফিরিয়ে নিতে পারে।’

টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘কুয়াকাটার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, যদি ট্যুরিস্ট পুলিশ তাদের কার্যক্রম জোরদার না করে। নিরাপত্তা নিশ্চিত করতে সব দর্শনীয় স্পটে পুলিশের উপস্থিতি বৃদ্ধি করা উচিত।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের এএসপি হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাটি ঘটেছে কাউয়ার চরে। ঘটনার পর পরই আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। তবে আজকে সেখানে আমাদের পুলিশ ছিল না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।  দ্রুত সময়ের মধ্যে ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে।’

জাকারিয়া জাহিদ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর