Logo

সারাদেশ

মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল অপহৃত ২৫ শ্রমিক

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৯

মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল অপহৃত ২৫ শ্রমিক

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের লামায় অপহরণের দুই দিন পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন ২৫ রাবার শ্রমিক। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ঈদগড় জঙ্গল থেকে তাদের উদ্ধার করা হয়। অপহরণের সময় ও মুক্তির আগে শ্রমিকদের প্রচণ্ড মারধর করা হয়েছে, ফলে আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে সন্ত্রাসীরা ৬টি রাবার বাগানের অপহৃত ২৫ শ্রমিককে ছেড়ে দেয়। তবে তাদের মুক্ত করতে ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে বলে জানিয়েছেন রাবার বাগান মালিকরা। 

বাগানমালিক মো. ফোরকান বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কোনো অগ্রগতি না দেখে আমরা বাধ্য হয়ে মুক্তিপণের বিনিময়ে শ্রমিকদের ছাড়িয়ে এনেছি। ১২ জন শ্রমিকের জন্য ৩ লাখ এবং বাকি ৫ বাগানের ১৪ জনের জন্য ৭ লাখ টাকা মিলিয়ে মোট ১০ লাখ টাকা দিতে হয়েছে।’  

তিনি আরও জানান, ‘সন্ত্রাসীরা শ্রমিকদের প্রচণ্ড মারধর করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ১২ জনকে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা কক্সবাজার, রামুসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’ 

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. ছিদ্দিক (৪০) , মো. আব্দুল খালেক (২০), আবদুল মাজেদ (১৭), আলিখ্যং ইউনিয়নের মনিরুল ইসলাম (৩০), মোবারক (২৫), মো. হারুন (৩০), রমিজ উদ্দিন (৩০), ছৈয়দ নুর (২৮), মো. কায়সার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭) এবং কক্সবাজারের ঈদগড় ইউনিয়নের মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), খায়রুল আমিন (৩০), আবু বক্কর (২৯), মো. আবদুর রাজ্জাক (৩৩) ও মুবিন (২৫)। অপহৃত আরও ছয় শ্রমিকের নাম পাওয়া যায়নি।  

 বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, ‘অপহৃত শ্রমিকদের ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এবং মালিক পক্ষের নানা প্রচেষ্টার ফলে তাদের মুক্তি সম্ভব হয়েছে। তবে মুক্তিপণের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’  

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকা থেকে অস্ত্রের মুখে ২৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তাদের মধ্যে একজন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সোহেল কান্তি নাথ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর