Logo

সারাদেশ

রঙিন ফুলকপিতে স্বপ্নপূরণ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫২

রঙিন ফুলকপিতে স্বপ্নপূরণ

ছবি : বাংলাদেশের খবর

দিনাজপুরের খানসামা উপজেলায় রঙিন ফুলকপি চাষ করে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করেছেন প্রান্তিক কৃষক রফিকুল ইসলাম। উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা এলাকার এই কৃষক তার নিজ জমিতে রঙিন ফুলকপির চাষাবাদ করে স্থানীয় কৃষকদের মাঝে সাড়া ফেলেছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, বাজারে বিক্রির জন্য নিজের ক্ষেত থেকে ফুলকপি সংগ্রহ করছেন রফিকুল ইসলাম। ক্ষেতের চারপাশে যেন রঙের মেলা, যেখানে সবুজ পাতায় মোড়ানো সোনালি, লাল, হলুদ ও বেগুনি রঙের ফুলকপি। এসব চমৎকার রঙিন ফুলকপি দেখে স্থানীয় কৃষক ও উৎসুকজনতা মুগ্ধ হচ্ছেন—কেউ কিনছেন, কেউ আবার চাষাবাদের পরামর্শ নিচ্ছেন।

রফিকুল ইসলাম জানান, গত কয়েকবছর ধরে তিনি নিয়মিত সাদা ফুলকপি ও বাঁধাকপি চাষ করে আসছেন। এ িবছর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ৩৩ শতক জমিতে হাইব্রিড রঙিলা জাতের ফুলকপি চাষ করেছেন। এই ফুলকপি চাষের জন্য বিশেষ কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না। সব মিলিয়ে ৮-১০ হাজার টাকার খরচে চাষকৃত সবজি ৫০-৬০ হাজার টাকা বিক্রির আশা করছেন তিনি। প্রতিটি ফুলকপি ২০-২৫ টাকায় বিক্রি করে ইতোমধ্যেই ৩০-৩৫ হাজার টাকা লাভ করেছেন। 

উপজেলা কৃষি বিভাগ জানায়, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষ শুরু হয়েছে। ২০২৪-২০২৫ রবি মৌসুমে কৃষি বিভাগের পক্ষ থেকে রফিকুল ইসলামের চারা বিতরণ, জৈব সার, কীটনাশক, ফেরোমন ফাঁদ ও পরামর্শসহ সহযোগিতা প্রদান করা হয়েছে।

এদিকে রঙিন ফুলকপির আকর্ষণীয় রঙ ও সুস্বাদু স্বাদের কারণে এগুলোর বাজার মূল্য সাদা ফুলকপির তুলনায় বেশি। ফলে কম পুঁজিতে অধিক লাভবান হওয়ার সুযোগ পাচ্ছেন কৃষকরা। 

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, রঙিন ফুলকপি চাষাবাদের শুরু থেকেই কৃষক রফিকুল ইসলামকে কৃষি অফিসের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ফুলকপির ফলনও ভালো হয়েছে। নতুন এই জাতের রঙিন ফুলকপি পুষ্টি চাহিদা পূরণ করবে। সেই সাথে অল্প পুঁজিতে কৃষকরা অধিক লাভবান হবে। এইজন্য উপজেলা কৃষি বিভাগ সার্বিক বিষয়ে কৃষকদের সহযোগিতা করছে।

জে.আর.জামান/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর