Logo

সারাদেশ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিদ্যালয়ের কমিটি দখলচেষ্টার অভিযোগ

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৯

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিদ্যালয়ের কমিটি দখলচেষ্টার অভিযোগ

ঢাকার ধামরাইয়ে মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবদলের সাবেক নেতা রমিজুর রহমান রোমার বিরুদ্ধে।  

স্থানীয়রা জানান, গত রোববার (১৬ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনসভা চলছিল। এ সময় ১৫-২০টি মোটরসাইকেল ও কয়েকটি প্রাইভেটকারসহ একদল লোক নিয়ে সেখানে উপস্থিত হন রমিজুর রহমান। একপর্যায়ে স্থানীয়রা বাধা দিলে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় এক তরুণকে চড়থাপ্পড় দেন রমিজুর। এতে ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ করলে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।  

এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য বেনজির আহমদের সঙ্গে যোগসাজশে নির্বাচনে অংশ নেন রমিজুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের পক্ষে প্রচারণায় ছিলেন।  

সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফটো মিয়া বলেন, ‘রমিজুর রহমান একচ্ছত্রভাবে বিদ্যালয় কমিটির সভাপতি হতে চেয়েছিল। এলাকাবাসী বাধা দিয়েছে। সে নিজেকে বিএনপিনেতা দাবি করলেও মূলত আওয়ামী লীগের সঙ্গী।’  

ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, ‘রমিজুর রহমান বিএনপির কোনো পদে নেই। যুবদলে একসময় ছিল। কিন্তু তিনি কখনো বিএনপির কোনো আন্দোলনে ছিলেন না। বেনজীরের সঙ্গে বক্তব্যও দিয়েছেন তিনি। তার কর্মকাণ্ডের দায় বিএনপির নয়।’

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুল হক বলেন, ‘কমিটি গঠনের সভা ছিল। সেখানে গণ্ডগোল হয়েছে।’ তবে কেন বা কারা এতে জড়িত সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমা বলেন, ‘কমিটি হওয়ার কথা ছিল। সেখানে তর্ক-বিতর্ক হয়েছে। আমরা গিয়ে বলেছি, ভালো লোক দিয়ে কমিটি করুন। এইতো।’  

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর