Logo

সারাদেশ

শিবচরে নারীকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাই

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৯

শিবচরে নারীকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাই

মাদারীপুরের শিবচর পৌর শহরে শয়তানের নিঃশ্বাস (স্কোপোলামিন) ব্যবহার করে লাকি আক্তার (২৫) নামে এক নারীর কাছ থেকে কৌশলে নগদ তিন লক্ষ টাকা, একটি বাটন মোবাইল ফোন ও ব্যাংকের চেক বই ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে শিবচর পৌর শহরের ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংকের সিঁড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লাকি আক্তার উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের সোরহাব শিকদারের স্ত্রী।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, লাকি আক্তার নিজ বাড়ি থেকে তিন লক্ষ টাকা নিয়ে তার ভাসুর কামালের অ্যাকাউন্টে জমা দিতে ইসলামী ব্যাংক শিবচর শাখায় যান। ব্যাংকের সিঁড়ির ওপর দাঁড়ানো অবস্থায় এক অপরিচিত নারী তার কাছে একটি কাগজ এগিয়ে দিয়ে একটি ব্যাংকের ঠিকানা জানতে চান। কাগজটি পড়ার সময়, ওই নারী কাগজের পিছন থেকে টোকা দিয়ে এতে সংযুক্ত স্কোপোলামিন ছিটিয়ে দেন। মুহূর্তের মধ্যে লাকি আক্তার প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যান এবং তাদের কথামতো নিজের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যাংকের চেক বই বুঝিয়ে দেন।

এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ (পিপিএম) বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তবে মার্কেটে সিসি ক্যামেরা না থাকায় অপরাধীদের শনাক্ত করতে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মো. খলিল মিয়া/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর