Logo

সারাদেশ

বান্দরবানে বাস চাপায় শিশুর মৃত্যু, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৭

বান্দরবানে বাস চাপায় শিশুর মৃত্যু, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

ছবি : সংগৃহীত

বান্দরবানের রুমায় বাসের চাপায় মথি ত্রিপুরা (৯) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার ১টার দিকে রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় চালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত শিক্ষার্থী রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। সে রুমা সদরের আনন্দ পাড়ার বাসিন্দা রুব্রিয়া ত্রিপুরার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ছুটি শেষে স্কুল থেকে বের হয় শিক্ষার্থী মথি ত্রিপুরা। এসময় পিছন থেকে একটি বাস এসে মথি ত্রিপুরাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী চালককে আটক করলেও বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। 

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘বাস চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।’

সোহেল কান্তি নাথ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর