Logo

সারাদেশ

মজলিসের খাবার খেয়ে ৮৫ জন হাসপাতালে

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৫

মজলিসের খাবার খেয়ে ৮৫ জন হাসপাতালে

ছবি : সংগৃহীত

গাইবান্ধায় মজলিসে আটার ডাল দিয়ে দাওয়াত খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৮৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, গাইবান্ধা সদরের রিফাতপুরের ফুলবাড়ি গ্রামের বেলাল মিয়ার মা আলমা বেগমের মৃত্যুর পর তার নামে পরিবারের লোকজন সোমবার (১৭ ফেব্রুয়ারি) মজলিসের আয়োজন করে। এই আয়োজনে ফুলবাড়ি গ্রামের প্রায় এক হাজার মানুষকে দাওয়াত করা হয়। মজলিসে আসা গ্রামবাসীকে স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী গরুর মাংস এবং আটার ডাল দিয়ে ভাত খাওয়ানো হয়। অতিথিরা মজলিসে আটার ডাল দিয়ে ভাত খেয়ে বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর থেকে খাবার খাওয়া লোকজনের পাতলা পায়খানা, বমি ও মাথা ব্যথা শুরু হয়। অবস্থার বেগতিক দেখে আক্রান্ত লোকজন সোমবার রাত থেকেই গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হতে থাকে। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর পর্যন্ত গাইবান্ধা সদর হাসপাতালে ৮৫ জন ভর্তি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে তাদের অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান চিকিৎসকরা।  

আতিকুর রহমান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর