Logo

সারাদেশ

বাজার ইজারা নিয়ে বিএনপির নেতাকর্মীদের হট্টোগোল

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪০

বাজার ইজারা নিয়ে বিএনপির নেতাকর্মীদের হট্টোগোল

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাট-বাজারের বাৎসরিক ইজারার দরপত্র জমা দেওয়ার সময় বিএনপির ২ গ্রুপের হট্টোগোলের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দরপত্র জমা দিতে আসা কয়েকজন ব্যক্তি বাধার সম্মুখীন হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দরপত্র জমা দেওয়ার বাক্স উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তার কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  

জানা গেছে, সোনারগাঁ উপজেলার ১২টি হাট-বাজারের বাৎসরিক ইজারার জন্য দরপত্র আহ্বান করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়। অন্যান্য হাট-বাজারের দরপত্র জমা স্বাভাবিকভাবে চললেও আনন্দবাজার হাটের দরপত্র জমা দিতে এসে বাধার সম্মুখীন হন ইজারাদার রতন মিয়া।  

তিনি অভিযোগ করে বলেন, ‘যুবদল নেতা মাজহারুল ইসলামের পক্ষ নিয়ে সন্ত্রাসী মোহন মিয়া ও তার লোকজন অন্যদের দরপত্র জমা দিতে বাধা দেন।’ 

দরপত্র জমার শেষ সময়ের দিকে পঞ্চমী ঘাট হাটসহ বিভিন্ন হাটের দরপত্র জমা দিতে গেলে হট্টগোল শুরু হয়। পঞ্চমী ঘাট হাটের  রফিকুল ইসলাম বলেন, ‘সকাল থেকে দরপত্র জমা দিতে সমস্যা হয়নি, কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে আনন্দবাজার হাটসহ কিছু হাটের দরপত্র জমা দিতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়।’

দরপত্র বাক্সের নিরাপত্তার দায়িত্বে থাকা সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ বলেন, ‘সকাল থেকে দরপত্র জমায় কোনো সমস্যা হয়নি। তবে হঠাৎ ৫০-৬০ জনের একটি দল দরপত্র জমা দিতে আসে এবং তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি অস্বাভাবিক মনে হওয়ায় দরপত্র বাক্সটি নিরাপত্তার স্বার্থে কক্ষে ঢুকিয়ে রাখা হয়।’  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘দরপত্র জমার সময় কিছুটা হট্টগোল হয়েছিল, তবে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।’ 

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, ‘ইজারাদারদের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়েছে। আমি নিজে অফিস থেকে বের হয়ে পরিস্থিতি স্বাভাবিক করি এবং পুনরায় দরপত্র জমা নেওয়া হয়।’  

মো. সজীব হোসেন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর