বোরকা পরে ভূত সাজে নৃত্য, সমালোচনার ঝড়

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৭

পঞ্চগড়ের একটি নারী শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠানে বোরকা পরে ভূতের সাজে নৃত্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সোশ্যাল মিডিয়াসহ স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে ভিডিওটি।
এতে দেখা যায়, বোরকা পরে একটি স্কুলের প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠানে ভূতের সাজে নৃত্য করছে পাঁচ শিক্ষার্থী। বোরকা পরে পর্দা মেনেই মিউজিকের তালে তালে নাচতে দেখা যায়। তবে তাদের বোরকার সঙ্গে ভূতের মতো মুখোশ পরা ছিল। এ নৃত্যের ভিডিওটি ফেসবুকে পোস্ট করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নানান সমালোচনা সৃষ্টি হয়।
খবর নিয়ে জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি তেঁতুলিয়া উপজেলার নারী শিক্ষা প্রতিষ্ঠান শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের। প্রতিষ্ঠানটিতে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে পাঁচজন এসএসসি পরীক্ষার্থী বোরকা পরে ভূতের সাজে নৃত্যে অংশ নেয়। নৃত্যের সেই ভিডিওটি কেউ ধারণ করে ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর চলছে নানা আলোচনা-সমালোচনা। বিভিন্ন পোস্টের মন্তব্যে দেখা যায়, অধিকাংশই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন।
তানভির কবির সালমান নামের একজন মন্তব্যে লিখেছেন, পোশাক দিয়ে ধর্ম কিংবা নৈতিকতা বিচার করবেন না। করলে আপনি সবচাইতে বড় বেকুব। পর্দা আর বোরকা এক জিনিস নয়। আর এটি বোরকাও নয়, খ্রিস্টান চার্চের নানদের পোশাকের মতো। বোরকা পরে নাচার যেই কথা, শাড়ির ক্ষেত্রেও তাই। সামাজিক হোক কিংবা ধর্মীয় নৈতিকতায় আঘাতপ্রাপ্ত হলে আয়োজকদের বিরুদ্ধে সোচ্চার হন, দোষ মেয়েদের নয়।
আব্দুর রহিম নামের আরেকজন মন্তব্যে লিখেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করুন, না হলে ইসলামপ্রিয় মানুষ তাদের ছাড় দেবে না।
ওমর ফারুক লালন লিখেছেন, এটি হয়তো ভূতের অভিনয়/নৃত্য প্রদর্শনের জন্য গ্রুপ মিলে বানানো পোশাক। সচরাচর এমন বোরকা দেখা যায় না। তাই বিষয়টি ভালোভাবে যাচাই করে মন্তব্য করা উচিত।
তবে কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, পর্দা মেনে হালকা বিনোদন, এখানে খারাপ কিছু নেই। এটা নিয়ে এত আলোচনারও কিছু দেখি না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, ওই অনুষ্ঠানে বোরকা পরে নৃত্য হয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে। যদি বোরকা পরে হয়ে থাকে, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিষয়টি প্রশাসনের কাছে বলা হয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবু জাফরের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মঙ্গলবার দিনব্যাপী আমাদের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের এসএসসি পরীক্ষার্থীরা সাজানো ভূতের পোশাকে নৃত্য করেছে। আসলে তারা যে এ পোশাকে নৃত্য করবে, তা জানায়নি। আর স্কুলে কখনো রিহার্সেলও করেনি।
এসকে দোয়েল/এমবি