Logo

সারাদেশ

ব্রিজের নিচে মিলল কাপড় ব্যবসায়ীর মরদেহ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০০

ব্রিজের নিচে মিলল কাপড় ব্যবসায়ীর মরদেহ

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীর শিবপুরের জয়নগর থেকে কবির আহমেদ (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া এলাকার একটি ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কবির আহমেদ (৩৫) জয়নগর ইউনিয়নের ধনাইয়া এলাকার আলিম উদ্দিনের ছেলে। তিনি শিবপুর থানা সংলগ্ন মার্কেটের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কবির আহমেদ ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। মোবাইল ফোনে কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তির কথার মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারে কবির আহমেদ ছিনতাইকারীর কবলে পড়েছেন। 

তবে স্বজন-প্রতিবেশীরা রাতভর খোঁজাখুঁজি করলেও সন্ধান পায়নি কেউ। পরে বুধবার সকালে ধনাইয়া এলাকার একটি ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সকালে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে। তার গায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এদিকে, এ ঘটনায় দুপুরে শিবপুর মডেল থানার সামনে কবির হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিবপুর বাজারের ব্যবসায়ীরা।

সুমন রায়/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর