মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৮

ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা কমান্ডেন্ট মো. শফিউল আদম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের উপপরিচালক মো. খাদেমুল ইসলাম ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মেহেরপুরের উপপরিচালক মো. আলমগীর হোসেন।
সমাবেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
জামান আকতার/এমবি