Logo

সারাদেশ

লেপ দিয়ে ঢাকা স্ত্রী, পাশেই ঝুলছিল স্বামীর মরদেহ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩০

লেপ দিয়ে ঢাকা স্ত্রী, পাশেই ঝুলছিল স্বামীর মরদেহ

কুষ্টিয়ার ভেড়ামারা থেকে স্বামী-স্ত্রীর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাহিরচর ইউনিয়নের ফারাকপুর গোরস্থান পাড়া সংলগ্ন বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন, স্বামী ফরিদ উদ্দীন (৭৫) ও স্ত্রী রাবেয়া খাতুন (৬৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ১৫ বছর আগে ফরিদুল ইসলাম রাজশাহীর পুটিয়া থেকে এসে ভেড়ামারার মেয়ে রাবিয়া খাতুনকে বিয়ে করেন। ২০২৩ সাল থেকে তারা ভেড়ামারার চরদামুকদিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রতিদিনের মতো গতকাল রাত ১০টার দিকে নিজ ঘরের দরজা লাগিয়ে দেন তারা। কিন্তু আজ সকাল ১০টার দিকে রাবিয়ার ছোট ছেলে শরিফুল তাদের ডাকলে সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পান, ফরিদুল ইসলাম ঘরের চালার বাঁশের সাথে ঝুলছেন।

পরে তারা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এ সময় তারা রফিকুলকে ঝুলন্ত অবস্থায় এবং রাবিয়া খাতুনকে লেপ দিয়ে ঢেকে গলায় কাপড় পেঁচানো এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

নিহতের পুত্রবধূ জানিয়েছেন, শ্বশুর-শাশুড়ি আলাদাভাবে বসবাস করতেন। তাদের মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল না। তবে কেন এই হত্যাকাণ্ড ঘটল এবং কে বা কারা এর সাথে জড়িত, তা তারা নিশ্চিত হতে পারছেন না।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, ঘরটি ভিতর থেকে লক ছিল। রাবেয়া খাতুনের লাশ বিছানায় পাওয়া গেছে। আর ফরিদ উদ্দীনের লাশও ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যাবে।

আকরামুজজামান আরিফ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর