বাগেরহাটে তরুণ-প্রবীণদের সাঁতার প্রতিযোগিতা

বাঘেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫২

ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাটে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে তরুণ ও প্রবীণদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের মিঠাপুকুরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম।
প্রতিযোগিতায় ১৪টি ইভেন্টে শতাধিক সাঁতারু অংশগ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, অনূর্ধ্ব ১৪ বালক-বালিকা, অনূর্ধ্ব ১৭ বালক-বালিকা, উন্মুক্ত পুরুষ-মহিলা, এবং পঞ্চাশোর্ধ বয়স্কদের সাঁতার প্রতিযোগিতা। সাঁতারুদের নিরাপত্তার জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেশ আনন্দিত সাঁতারুরা। সাঁতারু মো. সিয়াম খান বলেন, ‘দীর্ঘদিন পর সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। এই ধরনের আয়োজন কিশোর ও যুবকদের মাদক থেকে দূরে রাখবে।’
পঞ্চাশোর্ধ সাঁতারু মো. ইউসুফ বলেন, ‘ছোটবেলায় অনেকবার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। পুরুস্কারও পেয়েছি। আজ আবারও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেছি। এই ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে।’
প্রতিযোগিতা শেষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তারেক রহমান, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ এবং অন্যান্য বিশিষ্টজনরা।
শেখ আবু তালেব/এটিআর