Logo

সারাদেশ

চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডে

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮

চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডে

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে দিনব্যাপী ফ্যামিলি ডে অনুষ্ঠিত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাঠে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে এই ফ্যামিলি ডে উদযাপন হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। তিনি বলেন, ‘আমরা খুবই ব্যস্ত সময় পার করি। কর্মব্যস্ততার কারণে পরিবারকে সময় দেওয়া তেমন হয়ে উঠে না। চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। এই সংগঠন নেতৃত্ব তৈরির একটি উর্বর জায়গা। আমাদের চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এই সংগঠনেরই সদস্য। ফ্যামিলি ডে অনুষ্ঠান খুবই প্রাণবন্ত ছিল। আগামী দিনে ধারাবাহিকতা বজায় থাকবে।’

সংগঠনের সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, জেলাআইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম মেহেদী, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, বাগাদী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. নুরুল ইসলাম সোহাগ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিন, দৈনিক প্রভাতি কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

এদিন সাংবাদিক পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছেলে-মেয়েরা পৃথকভাবে অংশগ্রহণ করে। পরিবারের সদস্যদের প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মো. মাসুদ আলম, শরীফুল ইসলাম, জামাল আহমেদ আখন্দ এবং বাদশা ভুঁইয়া। 

এছাড়া সংগঠনের সদস্যদের অংশগ্রহণে সভাপতি একাদশ ও সাধারণ সম্পাদক একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে সভাপতি একাদশ জয় লাভ করে।

ফ্যামিলি ডে’র আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র প্রতিযোগিতা। র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক ও প্রতিষ্ঠাতা সদস্য কামরুল ইসলাম। 

ফ্যামিলি ডে বাস্তবায়ন উদযাপন কমিটির আহ্বায়ক কে এম সালাহ উদ্দিন এবং সদস্য সচিব গাজী আব্দুর রহমান উৎসবের সফল বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আল আমিন ভূঁইয়া/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর