Logo

সারাদেশ

গৌরনদীতে মহাসড়কে ঝরল মোটরসাইকেল চালকের প্রাণ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, গৌরনদী (বরিশাল)

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৫

গৌরনদীতে মহাসড়কে ঝরল মোটরসাইকেল চালকের প্রাণ

বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী সাকুরা পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তুহিন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তুহিন চাঁদপুরের মতলব উপজেলার টিএন্ডটি এলাকার কেরামত আলীর ছেলে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল সরকার প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেপরোয়াগতির ঢাকাগামী সাকুরা পরিবহনের সঙ্গে বরিশালগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক তুহিন ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার টিএসআই রুহুল আমীন বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর