Logo

সারাদেশ

আপত্তিকর অবস্থায় চাচি-ভাতিজা আটক

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৪

আপত্তিকর অবস্থায় চাচি-ভাতিজা আটক

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈরে আপত্তিকর অবস্থায় চাচি-ভাতিজাকে আটক করেছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে হাতেনাতে আটক করে উত্তেজিত জনতা।

জানা গেছে, উপজেলার ফুলবাড়িয়া চাপুরিয়া এলাকায় চাচি-ভাতিজার পরকীয়ার সম্পর্ক ছিল। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জন থাকলেও প্রমাণের অভাবে কেউ প্রকাশ্যে কিছু বলতে পারেন নি। 

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটকে রেখে সামাজিকভাবে বিচারের দাবি জানান। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাদের পরিবারের সদস্যদের ডেকে বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেন।

এলাকাবাসীরা জানান, এ ধরনের অনৈতিক সম্পর্ক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তারা।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

মো. দেলোয়ার হোসেন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আপত্তিকর ভাতিজা আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর