Logo

সারাদেশ

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ ৩ যুবক আটক

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ ৩ যুবক আটক

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরের গাংনী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে তিন যুবক অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি ৩ গাংনী ক্যাম্পের একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটক যুবকদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে তরিকুল ইসলাম (২৮), আলী হোসেনের ছেলে জেনারুল ইসলাম (২৫) ও মৃত হেলাল উদ্দীনের ছেলে সামিম আজাদ ওরফে বাবুল (৩০)।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, ছাতিয়ান গ্রামের ওমর আলীর ছেলে রতন আলীকে ফাঁসাতে তার বসতবাড়ির ভেতরে মাটির নিচে অস্ত্র পুঁতে রেখে র‌্যাবকে খবর দেন আটক তিন যুবক। র‌্যাব নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটক যুবকদের স্বীকারোক্তি মোতাবেক রতনের বসতবাড়িতে পুঁতে রাখা ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

র‌্যাব কমান্ডার আরও জানান, রতন আলীর সঙ্গে আটককৃতদের পূর্ববিরোধ ছিল। এ বিষয়ে একটি মামলা চলমান রয়েছে। সেই বিরোধের জের ধরেই তারা রতনকে ফাঁসানোর জন্য অস্ত্র রাখার নাটক সাজায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, আটক তরিকুল, জেনারুল ও বাবলুর বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আকতারুজ্জামান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর