Logo

সারাদেশ

শেবাচিমে শিক্ষক সংকট, বরিশালে সড়ক অবরোধ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৮

শেবাচিমে শিক্ষক সংকট, বরিশালে সড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বান্দ রোড অবরোধ করেন।

শিক্ষার্থীরা জানান, কলেজে ৩৩৪টি শিক্ষক পদের বিপরীতে বর্তমানে ১৬১ জন শিক্ষক রয়েছেন। যার ফলে ১৭৩টি পদ শূন্য। এতে তাদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তাদের দাবি, সোমবার থেকে শাটডাউন ঘোষণা করেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৬ জন নতুন চিকিৎসক বদলি করা হলেও শিক্ষার্থীদের অভিযোগ, তারা পর্যাপ্ত অভিজ্ঞ নন।

শিক্ষার্থীরা এ নিয়োগকে ‘প্রহসন’ উল্লেখ করে বলেন, অভিজ্ঞ শিক্ষকদের নিয়োগ না দিলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনের এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করতে শিক্ষার্থীরা অগ্নিসংযোগও করেন।

তারা হুঁশিয়ারি দেন, শিক্ষক সংকট নিরসন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

জেআই জুয়েল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর