বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৪

ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটের বুড়িমারী থেকে চালু হতে যাওয়া আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেসের’ যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে কালীগঞ্জের তুষভান্ডার রেলস্টেশনে এ অবরোধ শুরু হয়। এর ফলে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এতে এ রুটে অন্যান্য ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা জানান, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট-বুড়িমারী রুটে চালানোর সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে হঠাৎ করে তুষভান্ডার স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। গত ১১ ফেব্রুয়ারি থেকে স্টেশনে আন্তঃনগর ট্রেনটি থামবে না বলে কর্তৃপক্ষ টিকিট বিক্রিও বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা পরদিন চার ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার আবারও আন্দোলনে নামেন স্থানীয়রা। তারা ট্রেন আটকে বিক্ষোভ ও মানববন্ধন করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে অবরোধ চলবে।
রাহেবুল ইসলাম টিটুল/এমবি