সংস্কারের নামে ষড়যন্ত্র করলে বিএনপি মেনে নেবে না
আব্দুল আওয়াল মিন্টু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০
-67b73581b5ad0.jpg)
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু অন্তরবর্তী সরকারকে উদ্দেশ করে বলেছেন, সংস্কারের নামে যদি আপনারা ষড়যন্ত্র করেন, সেটা বিএনপি কখনো মেনে নেবে না। আমরা চাই এত সংস্কার সংস্কার না করে, অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার লাগবে ততটুকু করে অতিসত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আমরা চাই না আপনারা ব্যর্থ হন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা যে ভবিষ্যতে সফল হবেন সেটার নমুনা আমরা এখনো দেখছি না। আপনারা আমাদের সমর্থনে সরকার গঠন করে দেশের ও দেশের মানুষের অধিকার নিয়ে আবার ষড়যন্ত্র করবেন, সেটা আর কেউ মানুক না মানুক বিএনপি মানবে না।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন বাবলু ও সঞ্চালনা করেন সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন। এ সময় বিএনপির জেলা, মহানগর, উপজেলাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাজমুস সাকিব/বিএইচ