ভাংগায় হিন্দি গান বাজিয়ে মাতৃভাষা দিবসের প্রস্ততি নিচ্ছে একদল শিক্ষার্থী

ভাংগা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৮
-67b7539787f8b.jpg)
ফরিদপুরের ভাংগায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দি ডিজে গান বাজিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্ততি নিচ্ছে একদল যুবক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিন্দি ডিজে গান বাজানোয় ওই এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ভাংগার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে একদল যুবক রং করছে এবং আরেক দল যুবক বিদ্যালয়ের একটি কক্ষে হিন্দি ডিজে গান বাজিয়ে নৃত্য করছে।
এ বিষয়ে যুবকরা জানিয়েছে যে, তারা আনন্দ করার জন্য সাউন্ডবক্স এনে গান বাজাচ্ছে।
এবিষয়ে স্থানীয়রা জানান, বাংলা ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে। মাতৃভাষা দিবস উপলক্ষে যখন হিন্দি ডিজে গান বাজিয়ে ছাত্ররা নাচানাচি করে বিদ্যালয়ের কক্ষে, সেটা সত্যিই খুব কষ্টকর।
এ বিষয়ে জানার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।
বিএইচ/