বগুড়ায় শহীদ দিবস উপলক্ষে অমর একুশে বইমেলার উদ্বোধন

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯

ছবি : বাংলাদেশের খবর
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় জাসাস (বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা) বগুড়া জেলা শাখার আয়োজনে অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহীদ খোকন পার্কে এ বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার দিন। এই বইমেলা ভাষা আন্দোলনের গৌরব এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
জাসাস বগুড়া জেলার আহ্বায়ক ওয়াহেদ মুরাদ বলেন, ‘অমর একুশে বইমেলা শুধু বই কেনার জায়গা নয়, এটি একটি সাংস্কৃতিক মঞ্চ যেখানে আমাদের ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক চেতনাকে উদযাপন করা হয়।’ বইমেলায় সাহিত্যের বই, ইতিহাস, সংস্কৃতি, শিক্ষামূলক বই এবং শিশুতোষ বইসহ বিভিন্ন ধরনের বই প্রদর্শিত হচ্ছে। এতে অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলো তাদের নতুন বইও প্রদর্শন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, লেখক, সাহিত্যিক ও বইপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, ৭ দিনব্যাপী এ বইমেলা প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। শহরের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক বইপ্রেমীর অংশগ্রহণের প্রত্যাশা করছেন তারা।
জাহিদ হাসান/এআরএস