Logo

সারাদেশ

সারাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৫

সারাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে ভাষাশহীদদের স্মরণ করছে সমগ্র জাতি। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। বাংলাদেশের খবরের বিভাগীয়, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত—

ভাষাশহীদদের প্রতি চাঁদপুরে সর্বস্তরের শ্রদ্ধা
চাঁদপুর প্রতিনিধি : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুরের সর্বস্তরেরজনতা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর ১২টা ১মিনিটে চাঁদপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এরপর ধারবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা পরিষদের পক্ষে জেলা প্রশাসক।

এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন, নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে এসপি সৈয়দ মুশফিকুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর, সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর মেডিকেল কলেজ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জেলা মৎস্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর, গণপূর্ত বিভাগ, জেলা সমাজ সেবা কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, চাঁদপুর পৌরসভা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

ফেনীতে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা
ফেনী প্রতিনিধি : শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছে পেশাদার ফটো সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিএফজেএ) ফেনী জেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ইয়াছির আরাফাত রুবেল, সহসভাপতি সুরঞ্জিত নাগ, মীর হোসেন রাসেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মামুন, নাজিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ প্রমুখ। 

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে মানুষের ঢল
খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য জেলা খাগড়াছড়িতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বসাধারণ মানুষ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খাগড়াছড়ি ইউনিট কমান্ড’র মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পুষ্পমালা অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, খাগড়াছড়ি সিভিল সার্জন, জেলা বিএনপি এবং জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের সদস্যরা শ্রদ্ধা জানান। 

একুশের প্রথম প্রহরে নাটোরে শহীদ দিবস ও ভাষা দিবস পালন
নাটোর প্রতিনিধি : কড়া নিরাপত্তায় একুশের প্রথম প্রহরে নাটোরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার প্রথম প্রহরে শহরের হাফরাস্তা এলাকায় নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পমালা অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাত করা হয়।

নরসিংদীতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামসংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

পরে জেলা পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের নেতৃত্বে জেলা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, মুক্তিযোদ্ধা, নরসিংদী প্রেসক্লাব এবং জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

ভাষাশহীদ সালাম নগরে একুশের শ্রদ্ধা
ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালাম নগরে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সর্বস্তরের মানুষের ঢল নামে। শুক্রবার সকাল থেকেই স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ভাষাশহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর সংলগ্ন শহীদ মিনারে ফেনী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। আলোচনা সভায় ভাষা শহীদ সালামের পরিবার সালাম নগরে শিশু পার্ক স্থাপন, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সালামের নামে তোরণ নির্মাণ ও দাগনভূঞা জিরো পয়েন্টের নামকরণসহ নানা দাবি জানায়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুরে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা
মেহেরপুর প্রতিনিধি : অমর একুশের প্রথম প্রহরে মেহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। রাত ১২টা বাজার আগেই হাজারো মানুষ শহীদ মিনারের পথে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করেন ফুল হাতে। প্রথমে জেলা প্রশাসক সিফাত মেহনাজ পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর পুলিশ সুপার মাকসুদ আক্তার খানম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীউল হক ও মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। গাংনীতে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক সোনা ও অন্যান্য বিশিষ্টজনেরা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া মুজিবনগর ও গাংনী শহীদ মিনারেও একইভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

কালিয়াকৈরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। শুক্রবার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিবর্গ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড, বীর মুক্তিযোদ্ধা আখতার উজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা।

ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ইবি প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় তার সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এর আগে ২০ ফেব্রুয়ারি রাতে কালো ব্যাজ ধারণ করে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়া ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি বাংলা মঞ্চ চত্বরে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

চন্দনাইশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : চন্দনাইশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশ্মি চাকমাসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিল্পগোষ্ঠী একাডেমি পরিবেশনায় দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে মাতৃভাষার অধিকার রক্ষার আহ্বান জানান।

মির্জাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও শহীদদের স্মরণে নিরবতা পালনের মধ্য দিয়ে মির্জাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সাধারণ জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়, যা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহীদ মিনার এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

নিকলীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া প্রভাতফেরি, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গা আদর্শ কলেজে ভাষা শহীদদের স্মরণ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিত, প্রভাতফেরি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিন কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিবের নেতৃত্বে প্রভাতফেরি শুরু হয়। পরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় বক্তারা মায়ের ভাষা রক্ষায় শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ ও হায়দার আলী, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নীল রতন বিশ্বাস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রবিউল হক মিয়া প্রমুখ।

লালমোহনে মাতৃভাষা দিবস পালিত
লালমোহন (ভোলা) প্রতিনিধি : লালমোহনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলেক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরির আয়োজন করা হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাকৃবিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এদিন সকালে প্রভাতফেরি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে শিক্ষক কমপ্লেক্সে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থান ও একুশের চেতনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

আত্রাইয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুরস্কার বিতরণ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু। আরও উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

এটিআর/এমবি/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর