আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৮

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদর বাজারের ডাকবাংলো নতুন মার্কেটে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শামীমের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কবীর হোসেন, যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান জুয়েল, কার্যনির্বাহী সদস্য সাদ্দাম হোসেন, আবু সালে নাসিম, সদস্য ওবায়দুর রহমান ও নুরু শিকদার প্রমুখ।
এসময় বক্তারা ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া তারা সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন দাবি করেন।
এদিকে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।