ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, আহত ৫

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৩

ছবি : বাংলাদেশের খবর
ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মিনিবাস ‘মালঞ্চ ক্লাসিক’ নামক বাসটি দ্রুত গতিতে ভাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
তারা অভিযোগ করেন, ভাঙ্গা থেকে টেকেরহাট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার সাইড থেকে মাটি খুঁড়ে ফেলা হয়েছে। এ কারণে ব্যস্ত সড়কের কাজ খুব ধীরগতিতে চলছে। যার ফলে মাঝেমধ্যেই এখানে দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মোসলেউদ্দিন/এমবি