Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ২২তম আচারিয়া পূজা অনুষ্ঠিত

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪১

খাগড়াছড়িতে ২২তম আচারিয়া পূজা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ২২তম মহান আচারিয়া (গুরু) পূজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ভাইবোনছড়া মারমা সংসদ এলাকায় ধর্মোদ্ধয় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে খাগড়াছড়ি সাসনা রাক্ষিতা ভিক্ষু সংঘ ও আচারিয়া পূজানুষ্ঠান উদযাপন কমিটি এ আচারিয়া পূজার আয়োজন করে।

বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আচারিয়া (গুরু) পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

আচারিয়া পূজা উপলক্ষে সকালে বিভিন্ন বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুরা সমবেত হন। ধর্মীয় সংগীত শেষে দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় দেশনা প্রদান করেন। 

এ সময় দায়কা-দায়িকারা পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ নানাবিধ দান করেন।

পুণ্যের আশায় দূর-দূরান্ত থেকে ভক্তরা আচারিয়া (গুরু) পূজা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

ছোটন বিশ্বাস/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর