আলফাডাঙ্গা আদর্শ কলেজে ভাষা শহীদদের স্মরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৯

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলেজে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিত করা, প্রভাতফেরি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল ৯টায় কলেজ ক্যাম্পাস থেকে কালো ব্যাজ ধারণ করে অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিবের নেতৃত্বে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সাথে শুরু হয় প্রভাতফেরি। এরপর কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব বলেন, ‘মায়ের ভাষাকে রক্ষা করতে যে জাতির সন্তানেরা নিজের জীবন বিলিয়ে দিতে পারে, নিঃসন্দেহে সেই জাতি হিসেবে আমাদের গর্ববোধ করা উচিত।’
এ সময় আরও বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ ও হায়দার আলী, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নীল রতন বিশ্বাস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামান, এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রবিউল হক মিয়া প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
এমএইচএস