Logo

সারাদেশ

মদনে গুচ্ছগ্রামের পুকুর দখল করে ভবন নির্মাণ!

Icon

হাওরাঞ্চল (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৯

মদনে গুচ্ছগ্রামের পুকুর দখল করে ভবন নির্মাণ!

নেত্রকোনার মদন উপজেলায় গুচ্ছগ্রামের রাস্তার পাশে থাকা পুকুর দখল করে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক লাঠিয়ালের বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের মদন গুচ্ছগ্রামে। সেখানে আব্দুল জব্বারের ছেলে রোকন মিয়া সরকারি জমিতে পুকুর দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করার চেষ্টা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোকন মিয়া এলাকার প্রভাব খাটিয়ে সরকারি গুচ্ছগ্রামের রাস্তার পাশে পুকুরের পাড় দখল করে ভবন নির্মাণ শুরু করেছেন। বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, রোকন মিয়ার নির্মাণাধীন ভবনটি রাস্তার পাশের পুকুরের পাড় দখল করে নির্মাণ করা হচ্ছে। রোকন মিয়া যখন সাংবাদিকদের দেখতে পান, তখন তিনি দ্রুত সটকে পড়েন।

গুচ্ছগ্রামের একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা বারবার রোকন মিয়াকে ভবন নির্মাণ বন্ধ করতে বলেছেন। তবে তিনি তাদের কথা শোনেননি। তারা অভিযোগ করেছেন যে, রোকন মিয়া তাদের হুমকি-ধামকি দেন। তাই তার বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলতে পারবেন না বাসিন্দারা।

জায়গা দখলকারী রোকন মিয়ার মোবাইল ফোনে বার বার যোগাযোগ করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত জানান, তিনি সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন। ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন তিনি। এছাড়া ভবনের ইটগুলো তুলে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নিজাম তালুকদার/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নেত্রকোনা মদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর