চুয়াডাঙ্গা সীমান্তে ১৫ কেজি ভারতীয় রুপা জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০১

চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে প্রায় ১৫ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে এ সময় চোরাকারবারি ব্যক্তি ভারতে পালিয়ে গেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দর্শনা থানার ঠাকুরপুর সীমান্তের পীরপুরকুল্লাহ গ্রামে এসব রুপা জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপা পাচার করার গোপন তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পীরপুরকুল্লা এলাকায় অবস্থান নেয়। সকাল ৯টার দিকে এক চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার পর বিজিবির টহল দল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে, চোরাকারবারি ব্যক্তি তার হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই বস্তা উদ্ধার করে। বস্তার ভেতর ৩০টি প্যাকেট পাওয়া যায়। যেগুলোর মধ্যে ১৪ কেজি ৯০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার দানাদার রুপা ছিল। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৩ লাখ টাকা।
এ ঘটনায় বিজিবির নায়েক মো. ইকবাল হোসেন বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে জব্দকৃত ভারতীয় রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ফেরদৌস ওয়াহিদ/এমবি