Logo

সারাদেশ

শত্রুতার জেরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৪

শত্রুতার জেরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে সাবেক ইউপি সদস্য ও যুবদলকর্মী বাবুল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের আকশিরনগর হাউজিংয়ের ভিতরে এই ঘটনা ঘটে। এঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তারকেও মারধর করা হয়েছে। 

নিহত বাবুল হোসেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি যুবদল কর্মী ও কুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পর পর দুই বারের ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।

নিহতের ভাতিজা মোমিন হাসান বলেন,  শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নামাজের সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরশাদ, শওকত ও শরিফসহ তার সহযোগীরা আমার চাচাকে কুপিয়ে চোখ তুলে হত্যা করেছে। আমার চাচা ও চাচি কৃষি কাজ করতেন। সকাল থেকে তারা ওই হাউজিংয়ের ভিতরে সরিষার গাছ শুকাচ্ছিলেন।’

মোমিন আরও বলেন, ‘জুম্মার নামাজের সময় আমার চাচি-চাচার জন্য বাসায় খাবার আনতে যায়। তিনি ফিরে এসে দেখেন হামলাকারীরা আমার চাচাকে কুপিয়ে রক্তাক্ত করেছেন। আমার চাচি তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করেন। পরে তিনি পাশের মসজিদে এসে বিষয়টি খুলে বললে আমরা ঘটনাস্থলে গিয়ে চাচাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এনাম মেডিক্যালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘বিকেল ৩টার দিকে মৃত অবস্থায় ধামরাই থেকে বাবুল হোসেন নামের একজনকে হাসপাতালে নিয়ে আসেন। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।’

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা হত্যাকাণ্ডের খবর পেয়েছি। নিহতের মরদেহ সাভারের এনাম মেডিকেলে রয়েছে। আমাদের কয়েকটি টিম কাজ শুরু করেছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি।’

হাসান ভুঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর