Logo

সারাদেশ

কালীগঞ্জে ২ মাদক কারবারি আটক

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৭

কালীগঞ্জে ২ মাদক কারবারি আটক

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ মামলার আসামি ও মাদক সম্রাট দুলাল বাগমার (৫৫) এবং নাহিদ দর্জিকে (৩৬) আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দুই মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

দুলাল বাগমার জামালপুর বাগমারপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে এবং একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৯টি মাদক মামলার তথ্য পেয়েছে পুলিশ। অপর মাদক কারবারি নাহিদ দর্জি খলাপাড়া গ্রামের আব্দুস সাত্তার দর্জির ছেলে।

ওসি আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জামালপুর ও খলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুলাল বাগমারের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা এবং নাহিদ দর্জির কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রফিক সরকার/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর