বাসে ডাকাতি-যৌন নিপীড়ন : মির্জাপুর থানার এএসআই বরখাস্ত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫০

ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নিপীড়নের ঘটনায় মির্জাপুর থানার ডিউটি অফিসার এএসআই আতিকুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে টাঙ্গাইল জেলা পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ করিম।
এর আগে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় মামলা দায়ের করা হয় এবং জেলা গোয়েন্দা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি রাতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নিপীড়নের ঘটনা ঘটে।
পরে ডাকাত দলের কাছ থেকে ছাড়া পেয়ে বাসযোগে মির্জাপুর থানার ডিউটি অফিসার আতিকুজ্জামানকে ঘটনাটি জানান ভুক্তভোগী। তবে তিনি কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেননি। যার ফলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় হলে জানা গেছে।
রাব্বি ইসলাম/এমবি