ধর্মনিরপেক্ষ ব্যবস্থার কারণে শোষণ-বঞ্চনা বেড়েছে : গোলাম পরওয়ার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৯

ধর্মনিরপেক্ষ ব্যবস্থার কারণে শোষণ-বঞ্চনা বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে খুলনা মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত ‘জাকাত ও উশর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত সেক্রেটারি বলেন, ‘আমাদের সমাজ জাকাতকে বর্জন, গণতান্ত্রিক পুঁজিবাদী তথাকথিত ধর্মনিরপেক্ষ চিন্তাচেতনার ওপর গড়ে উঠার কারণে মানুষের শোষণ-বঞ্চনা দূর হচ্ছে না। জাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু না হলে এটা দূর করাও সম্ভব হবে না।’
তিনি আরও বলেন, ‘প্রচলিত পুঁজিবাদী ও তথাকথিত ধর্মনিরপেক্ষ ব্যবস্থার কারণে সমাজে বৈষম্য, শোষণ ও বঞ্চনা বেড়েছে। অথচ জাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু করা হলে সমাজের শোষণ ও দারিদ্র্য দূর হবে। ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত হবে ইনশাআল্লাহ।’
বাংলাদেশে যত ধনী আছে, তারা যদি জাকাত দেন তাহলে আগামী ৫ বছরে বাংলাদেশে একজনও দরিদ্র থাকবে না বলে মনে করেন মিয়া গোলাম পরওয়ার। সবাই যাকাতদাতা হয়ে যাবে বলেও তার মত।
জামায়াতের এই নেতা বলেন, ‘ধনী ব্যক্তিরা তাদের সম্পদের প্রকৃত ফায়দা তখনই পাবেন, যখন ইসলামকে প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হবেন। শুধু জাকাত প্রদান করলেই সমাজের সকল সমস্যা সমাধান হবে না; ইসলামের অন্যান্য মৌলিক বিধানও মেনে চলতে হবে। কুরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি সৎ ও মানবিক সমাজ গঠনের কোনো বিকল্প নেই।’
জাকাতভিত্তিক অর্থনীতি চালু না হলে এদেশে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হলে ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব না। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।’
ডিআর/এমজে