অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় যুবক আটক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩

তেঁতুলিয়ায় অবৈধভাবে নদী পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে বিজিবির হাতে আটক হয়েছেন বাংলাদেশি এক যুবক।
আটক যুবকের নাম সুমন রায় (২৬)। সে ঠাকুরগাঁও জেলার ঢেলারহাট এলাকার শ্রী অরুণ রায়ের ছেলে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজারের সীমান্তের মেইন পিলার ৪৪৩/২ এস’র ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অতিক্রম করলে সুমন রায়কে আটক করে বিজিবির টহল দল।
স্থানীয়রা জানায়, দুপুরে তেঁতুলিয়ার পুরাতন বাজারের সীমান্ত প্রবাহিত মহানন্দা নদী পার হয়ে অনুপ্রবেশ করার সময় পাথর শ্রমিকরা বিজিবিকে খবর দেন। পরে খবর পেয়ে বিজিবির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
তবে ওই যুবক জানায়, দালাল চক্রের মাধ্যমে গত নভেম্বরে সে ভারতে গিয়েছিল। আবার দালালের মাধ্যমে মহানন্দা নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাকে আটক করা হয়। বিনা পাসপোর্টে ভারত থেকে এসেছে সে জানায়।
তেঁতুলিয়া বিজিবি কোম্পানি সদরের হাবিলদার জালাল উদ্দীন সাংবাদিকদের জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়ার সদর ইউনিয়নের পুরাতন বাজার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়। আটকের পর স্থানীয় লোকজনের সামনে জিজ্ঞাসা করলে তিনি পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে গত বছর ২০ নভেম্বর আটোয়ারীর উপজেলার মির্জাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে স্বীকার করেন। আটক ব্যক্তিকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, ‘বিজিবি এক বাংলাদেশি যুবককে আটক করে থানায় পাঠানো হয়েছে।’
এসকে দোয়েল/এমআই