শাশুড়ির মৃত্যুর খবর, দেখতে গিয়ে সড়কেই ঝরল মা-ছেলের প্রাণ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০১

আইরিন সুলতানার বাবা মারা যান ১০ দিন আগে। রোববার দিবাগত রাতে বাবার বাড়ি থেকেই শুনলেন মারা গেছেন শাশুড়িও। খবর পেয়ে রাতেই ৬ মাসের ছেলেকে নিয়ে রওয়ানা দেন শ্বশুরবাড়ির উদ্দেশে। কিন্তু পথে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় আইরিন ও তার ৬ মাসের ছেলে আহসানের।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে চকরিয়ার উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আইরিনের কলেজ পড়ুয়া ভাই আবির (১৭)।
নিহত আইরিন সুলতানা কর্ণফুলী উপজেলার বড়উঠান ফাজিল খাঁর হাট আলী আহমদ চেয়ারম্যান বাড়ির ব্যাংকার মো. নোমানুর রশিদের স্ত্রী। তাদের বিয়ে হয়েছিল ২০২৩ সালে। আইরিনের বাড়ি কক্সবাজারের রামু এলাকায়।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, বাস ও ট্রাকের সংঘর্ষে মা ও শিশু নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি