
নওগাঁর মহাদেবপুরে ছাদ থেকে পড়ে ছাব্বির দেওয়ান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আখেরা মোড়ের পাশে জব্বার হাজীর মুরগির ফার্মে এ ঘটনা ঘটে।
নিহত ছাব্বির দেওয়ান উপজেলার সফাপুর গ্রামের কারী মুজাম্মেল হকের ছেলে।
জানা গেছে, ছাব্বির জীবিকার তাগিদে ইলেকট্রিক্যাল কাজ করতেন। প্রতিদিনের মতো তিনি জব্বার হাজীর মুরগির ফার্মে পানি সরবরাহের কাজ করছিলেন। এ সময় পানির ট্যাংকের মুখ খোলার চেষ্টা করলে পানির প্রচণ্ড চাপের ধাক্কায় তিনি তিনতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তার মেরুদণ্ড ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এইচ এম নাজমুল হুদা বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এম এ রাজ্জাক/এমবি