শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বিবাহিত যুবকের বিরুদ্ধে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪১

প্রতীকী ছবি
নানাবাড়িতে বেড়াতে আসা ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বিবাহিত যুবকের বিরুদ্ধে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ জেলা সদরের নয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
শিশুর পরিবার জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে শিশুটি তার নানীর ঘরে একা অবস্থান করছিল। তখন পার্শ্ববর্তী এলাকার এক সন্তানের জনক জীবন (৩০) তাকে ফুসলিয়ে ঘরের বাইরে নিরিবিলি জায়গায় নিয়ে যান। সেখানে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে ওঠে। এসময় শিশুটি চিৎকার শুরু করলে জীবন পালিয়ে যান। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজিব দে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা করছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনে ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা করা হতে পারে।
আবু সাইদ আপন/এটিআর