সাজেকে আগুনে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল জেলা প্রশাসনের সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৭

ছবি : বাংলাদেশের খবর
রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাজেকের রুইলুই পাড়া শিব মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা বিতরণ করা হয়।
সহায়তার মধ্যে রয়েছে- শুকনো খাবার, ৩০ কেজি চাল, কম্বল ও সাত হাজার ৫০০ টাকা নগদ অর্থ সহায়তা।
এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, স্থানীয় সরকার বিভাগ রাঙামাটির উপপরিচালক মোবারক হোসেন, বাঘাইছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ছোটন বিশ্বাস/এমবি