Logo

খেলা

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:২৪

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তামিমকে।

সোমবার (২৪ মার্চ) সকালে সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। একপর্যায়ে বুকে তীব্র ব্যথা অনুভব করতে থাকেন তিনি। পরে তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে।

মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু জানিয়েছেন, তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হেলিকপ্টারে স্থানান্তর করার মতো শারীরিক উন্নতি না হওয়ায় সাভারেই চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানান, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। তিনি কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন।

তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানান, তিনি বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

জানা গেছে, হাসপাতালে আসার পর তামিমকে এনজিওগ্রাম করানো হয়েছে, হার্টে ব্লক পাওয়া গেছে। অবস্থা কিছুটা উন্নতির দিকে।

তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন।

এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির পূর্বনির্ধারিত বোর্ডসভা স্থগিত করা হয়েছে। তামিমকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।

ডিআর/এমবি/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর