Logo

খেলা

দেবব্রতর স্ট্যাটাস

তামিম কার্যত ছিলেনই না, এটা অবিশ্বাস্য কামব্যাক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৫:০১

তামিম কার্যত ছিলেনই না, এটা অবিশ্বাস্য কামব্যাক

তামিম ইকবাল ও দেবব্রত মুখোপাধ্যায় (ইনসেটে)

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে আছেন। লিজেন্ডারি এই ক্রিকেটারের শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে সাবেক ক্রীড়া সাংবাদিক, গদ্যকার ও জনপ্রিয় ক্রীড়া লেখক দেবব্রত মুখোপাধ্যায় লিখেছেন, ‘তামিম কার্যত ছিলেনই না। হার্ট কয়েকবার পুরো কাজ বন্ধ করেছিল। এখনো স্বস্তির নিঃশ্বাস পুরো ফেলা যায় না। তারপরও এটা অবিশ্বাস্য কামব্যাক।’

সোমবার (২৪ মার্চ) দুপুরে ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন। 

তামিম ইকবালকে ২২ মিনিট ধরে সিপিআর দেওয়া লেগেছে উল্লেখ করে দেবব্রত আরও লিখেছেন, ‘তিনবার ডিসি শক দেওয়া লেগেছে। তবে হার্ট সচল হয়েছে। ...ফিরে আসুন, ভাই।’ 

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানান, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে আজ (সোমবার) সকালে সাভারের বিকেএসপিতে যান তামিম। সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ম্যাচের টসেও অংশ নেন। ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোহামেডান-শাইনপুকুর ম্যাচের রেফারি দেবব্রত পাল হাসপাতাল থেকে জানান, তামিমের অ্যানজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেছে।

তামিমকে ঢাকায় আনতে বিকেএসপিতে একটি হেলিকপ্টার নেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে তাতে ওঠানো যায়নি। এরপর ফজিলাতুন্নেছা হাসপাতালেই রিং পরানোর উদ্যোগ নেওয়া হয়।

হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফীস ইকবালসহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। তামিমকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এর আগে তামিমের অসুস্থতার খবরে ১৯তম বোর্ড সভা স্থগিত করে বিসিবি।


এদিকে তামিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষে তাঁর উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখছেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর