Logo

খেলা

সাভার থেকে এভারকেয়ারে তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২০:৩০

সাভার থেকে এভারকেয়ারে তামিম

ক্রিকেটার তামিম ইকবালকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেপিজে হাসপাতাল ছেড়েছেন তামিম।

হাসপাতাল থেকে হুইলচেয়ারে অ্যাম্বুলেন্সের সামনে আসেন তামিম। এরপর নিজেই উঠে পড়েন অ্যাম্বুলেন্সে। এভারকেয়ার হাসপাতালেই তার পরবর্তী চিকিৎসা চলবে।

এর আগে, কেপিজে হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর ও কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব বলেছিলেন, তামিম আপাতত শঙ্কামুক্ত হলেও তাকে ৭২ ঘণ্টা কোথাও স্থানান্তর না করাটাই হবে সবচেয়ে ভালো। স্থানান্তর করতে গেলে কোনো ঝুঁকি তৈরি হতে পারে।

সোমবার ডিপিএলের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়েছিলেন তামিম। সেখানে হার্ট অ্যাটাক হয় তার। দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটস্থ কেপিজে হাসপাতালে। সেখান দ্রুত তার হার্টে রিং পরানো হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। গতকালই তামিমের জ্ঞান ফিরেছিল এবং পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। 

পরিবার তামিমকে ঢাকা আনার ইচ্ছের কথা জানালে কেপিজে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল বোর্ড বসান। বোর্ডের সিদ্ধান্তে জানানো হয়, হাসপাতাল পরিবর্তন করলে এই মুহূর্তে খুব একটা ঝুঁকি নেই। জানা গেছে, তামিম নিজেও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। এরপরই তার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর