Logo

অপরাধ

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব : ছোট সাজ্জাদের স্ত্রী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৯:০৬

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব : ছোট সাজ্জাদের স্ত্রী

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না শারমিনের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে তামান্না শারমিন তার স্বামীকে মুক্ত করার জন্য ‘কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা’ খরচ করার ঘোষণা দেন।

ভিডিওতে তামান্না শারমিন বলেন, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’ 

এছাড়াও, তিনি দাবি করেন যে সাজ্জাদকে ১০ থেকে ১২ দিনের মধ্যে জামিনে মুক্ত করা হবে। তিনি বলেন, ‘মামলা যখন আছে, গ্রেপ্তার হবেই। আপনারা যারা ভাবতেছেন, আর কোনো দিন বের হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা।’ 

প্রতিপক্ষকে হুমকি দেওয়া স্বরে তামান্না শারমিন বলেন, ‘এত দিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু। খেলা শুরু হবে এখন।’ 

সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যাকাণ্ড, অস্ত্র ব্যবসা এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ২০২২ সালে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হন তিনি। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা জানিয়েছে, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর